জুহুর এক হাই রাইজে ভোজপুরী ফিল্মের এক নম্বর তারকা রবি কিষাণকে ফ্ল্যাট দেবে বলে দেড় কোটি টাকা নিয়েছিল এক সংস্থা। ফ্ল্যাট না দেওয়ায় অভিনেতা পুলিশে অভিযোগ করেছেন।
কয়েক সপ্তাহ আগে রবি কিষাণ কমলা ল্যান্ডমার্ক গ্রুপের তিন ডিরেক্টর জিতেন্দ্র জৈন, জিনেন্দ্র জৈন এবং কেতন শাহের নামে পুলিশে অভিযোগ করেন। আগে ওই সংস্থার নামে সুনীল নায়ার নামে এক ব্যক্তিও টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ করেন। তিনি পেশায় ফিনান্সিয়াল কনসালট্যান্ট। বাড়ি ভারসোভায়। অভিযোগ, জুহুর ওই বহুতলে ফ্ল্যাট দেওয়ার নাম করে তাঁর থেকেও সাড়ে ৬ কোটি টাকা নেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফ্ল্যাট পাননি।
রবি কিষাণের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানোর কথা স্বীকার করা হয়েছে। কিন্তু তদন্ত কতদূর এগিয়েছে বলা হয়নি। রবি কিষাণের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি।
সুনীল নায়ার জানিয়েছেন, ২০১১ সালে তিনি ৩ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে সান্তাক্রুজ ওয়েস্টে একটি ফ্ল্যাট কেনেন। কমলা ল্যান্ডমার্কের সিস্টার কনসার্ন কমলা রিয়েল এস্টেট হাব প্রাইভেট লিমিটেড তাঁকে ফ্ল্যাটটি বিক্রি করে। কিন্তু সেই প্রজেক্টের অকুপেশন সার্টিফিকেট পাওয়া যায়নি। নায়ারকে তখন ওই সংস্থার ভারাসোভায় অপর এক নির্মীয়মান বহুতলে ফ্ল্যাট নিতে অনুরোধ করা হয়। সেই বহুতলের নাম সিদ্ধান্ত। নায়ার ঠিক করেন, সেখানে দু’টি ফ্ল্যাট কিনবেন।
২০১৫ সালের জানুয়ারিতে দু’টি ফ্ল্যাটের জন্য নায়ার বিল্ডারকে সাড়ে ৬ কোটি টাকা দেন। তাঁকে অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়। এক বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়। কিন্তু ফ্ল্যাট দিতে ক্রমেই দেরি হতে থাকে। এখনও সেই বহুতলের প্লিন্থ লেভেলের বেশি গাঁথা হয়নি। নায়ার বিল্ডারদের জিজ্ঞাসা করেন, এত দেরি হচ্ছে কেন? তারা বলে, কোস্টাল রেগুলেটরি জোনের ক্লিয়ারেন্স পেতে দেরি হচ্ছে। কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। পরে নায়ার জানতে পারেন, সিদ্ধান্ত নামে বহুতল বানাচ্ছে অন্য কোম্পানি। তা আদৌ কমলা রিয়েল এস্টেট হাব প্রাইভেট লিমিটেড বানাচ্ছে না।
নায়ার বলেছেন, তাঁর সন্দেহ, এই কোম্পানি আগেও অন্য কোম্পানির ফ্ল্যাট দেখিয়ে অনেকের থেকে টাকা নিয়েছে। পুলিশ জানিয়েছে, সুনীল নায়ার ও রবি কিষাণের অভিযোগে একই সঙ্গে তদন্ত করা হবে। অভিযুক্ত কোম্পানির তিন ডিরেক্টর ২০১৬ সাল থেকে জেলে আছেন। তাঁদের কৌঁসুলি বিপিন যোশী জানিয়েছেন, হাইকোর্টে ওই কোম্পানির বিরুদ্ধে ২৩ টি মামলা আছে। যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা যদি সহযোগিতা করেন, তাহলে যে প্রজেক্টগুলি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলি শেষ হতে পারে।
Be the first to comment