আয়কর সংক্রান্ত মামলায় সোনিয়া ও রাহুল গান্ধির বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা না নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার আয়কর নতুন করে হিসেব করার আর্জি জানিয়ে এই মামলা। শীর্ষ আদালত অবশ্য পত্রিকাটির ২০১১-২০১২ সালের আয়করেরর তথ্য খতিয়ে দেখার অনুমতি দিয়েছে আয়কর দফতরকে।
পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ৮ জানুয়ারি। আয়কর বিভাগের মামলায় সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও অস্কার ফার্নান্ডেজ দিল্লি হাইকোর্টের আদেশ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছেন। এদিন ছিল তার চূড়ান্ত শুনানি। আয়কর বিভাগ একতরফা শুনানি আটকাতে কোর্টে ক্যাভিয়েট দায়ের করে। এই মামলা তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত।
Be the first to comment