বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগ ৩০০ আসনের মধ্যে ২৬৪টি আসনে প্রার্থী দিয়েছে। আওয়ামি লিগের প্রার্থী তালিকায় রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় মেয়ে, আত্মীয়স্বজনসহ মোট আটজন। বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর অন্যরা লড়ছেন একটি করে আসনে। ভোটের ময়দানে মুজিবরের সাতজন আত্মীয়ের মধ্যে আছেন তাঁর দুই ভাগনে, দুই ভাইপো ও তিন নাতি। ভোটের মাঠে এই আটজনের মধ্যে দুজন এবারই প্রথমবারের মতো নির্বাচন করছেন। অন্যরা সবাই বর্তমান সংসদের নির্বাচিত সদস্য। মেয়ে শেখ হাসিনা লড়ছেন গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে। বঙ্গবন্ধুর বোনের ছেলে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসনে, আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনে লড়ছেন। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের দুই ছেলে এবার মনোনয়ন পেয়েছেন।
এর মধ্যে শেখ হেলালউদ্দিন বাগেরহাট-১ আসনে এবং শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনে ভোটে লড়বেন। জুয়েল এবারই প্রথমবারের মতো ভোট করছেন। ভোটের মাঠে আছেন বঙ্গবন্ধুর তিন নাতিও। তাঁরা হলেন বঙ্গবন্ধুর ভাইপো শেখ হেলালের ছেলে শেখ সারহাম নাসের তন্ময় (বাগেরহাট-২), ভাগনে শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে নুর তাপস (ঢাকা-১০) এবং ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১) আসনে নির্বাচন করছেন। এই তিনজনের মধ্যে তন্ময় এবার প্রথমবারের মতো নির্বাচন করছেন।
Be the first to comment