দীর্ঘ দুই বছর ধরে আইসিস জঙ্গি সংগঠনকে সাহায্য করার অভিযোগ ইকাইকা ইরিক ক্যাংয়ের বিরুদ্ধে। মার্কিন সেনাবাহিনীতে মডেল সেনা হিসেবে কাজ করত ক্যাং। সেই সুযোগেই সেনাদের গোপন তথ্য আইসিস-এর কাছে পৌঁছে দিত বলে অভিযোগ। মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় অবশেষে ধরা পড়ল ক্যাং। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এফবিআইয়ের বিশেষ আদালত।
তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, শুধুই তথ্য নয় মার্কিন সেনাদের প্রশিক্ষণের ফুটেজও জঙ্গিদের দিয়েছে ক্যাং। এফবিআই সূত্রে খবর, ভিডিও কল করে আইসিস জঙ্গিদের প্রশিক্ষণ দিত সে। বিভিন্ন ধরণের অস্ত্রের ছবি, ভিডিও আইসিসদের টানা দুই বছর ধরে দিয়ে আসছে ক্যাং। গোটা বিষয় সামনে আসার পর সমস্ত তথ্য আদালতে পেশ করে গোয়েন্দারা।
ক্যাংয়ের বন্ধুদের দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছে সে। অবসাদের কারণেই আইসিস-কে না জেনেই সাহায্য করে আসছে। একই কথা বলছেন ক্যাংয়ের বোন ইরিকা তাকাসি। তিনি জানাচ্ছেন, ক্যাংয়ের ঘরে বেশ কয়েকটি সন্দেহজনক সিডি দেখেছিলেন তিনি। তবে, তাঁর দাদা ভালো মানুষ। মানসিক অবসাদের কারণে তার চিকিৎসাও চলছিল।
তবে ক্যাংয়ের পরিবার ও বন্ধুদের দাবি মানতে নারাজ গোয়েন্দারা। আইসিসকে সামরিক তথ্য-সহ সেনা প্রশিক্ষণের ফুটেজ পাচার করেছে অভিযুক্ত মডেল সেনা। যা খুব ঠান্ডা মাথায় দুই বছর ধরে করে আসছে। এফবিআইয়ের আইনজীবী জানাচ্ছেন, আইসিস-কে একটি ভিডিও কল করে হামলার ছক বলেছিল ইরিক ক্যাং। আমেরিকাতেই বন্দুক হামলার ছক করা হয়েছিল। সেই ফুটেজ এফবিআইয়ের হাতে এসেছে বলে দাবি।
অবশ্য ক্যাংয়ের উকিল জানাচ্ছেন, এক সময়ে এফবিআই- ক্যাংকে প্রশিক্ষিত করেছে। মডেল সেনা হিসেবে কাজ করার সময়ই মানসিক অবসাদে ভুগছিল ক্যাং। ঠিকমতো সাহায্য পেলে হয়তো এই কাজ সে করত না। এমনকী ক্যাংয়ের মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আদালতকে চিঠিও দিয়েছে দুই মার্কিন সেনা।
মঙ্গলবার গোয়েন্দাদের পেশ করা সমস্ত তথ্য ক্যাংয়ের বিরুদ্ধেই গিয়েছে। তার মানসিক অবসাদ হওয়ার তত্ত্বও খারিজ করেছে আদালত। ক্যাংকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টায় গোয়েন্দারা।
Be the first to comment