শেষমেশ দেশে আনা হল অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে মধ্যস্থতাকারী ব্যক্তি, ক্রিশ্চিয়ান জেমস মাইকেলকে। মঙ্গলবার রাত ১টা ২০ মিনিট নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় বিশেষ সিবিআই আদালতে৷ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই হেফাজতে নেওয়া হবে তাকে। জানা গিয়েছে, সে দেশের নাগরিক হিসাবে ব্রিটেনের হাইকমিশনে মুক্তির দরখাস্ত করবেন মাইকেল৷
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে দুবাই পুলিসের জালে ধরা পড়েছিল মাইকেল। এর পরে সেখানকার একটি নিম্ন আদালত মাইকেলকে ভারতে ফেরানোর নির্দেশ দেয়। নভেম্বরে দুবাই কোর্টও নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে। ভিভিআইপি চপার চুক্তিতে ঘুষ দেওয়া–নেওয়ার ব্যবস্থা করায় অভিযুক্ত এই ক্রিশ্চিয়ান মাইকেল।
ইউপিএ সরকারের আমলে ৩ হাজার ৭২৭ কোটি টাকার অগুস্তা চপার কেলেঙ্কারি ঘটে। অভিযোগ ওঠে, ইতালিতে তৈরি এই চপার ভারতকে বিক্রি করতে বেআইনি চুক্তি হয়েছে। ব্রিটেনের নাগরিক মাইকেল ক্রিশ্চিয়ান এই চপার দুর্নীতির অন্যতম অভিযুক্ত বলে জানা যায়।
১২টি বিলাসবহুল হেলিকপ্টার কেনার বিষয়ে ২০০৭ সালে চুক্তি করেছিল কেন্দ্রের ইউপিএ সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য এই হেলিকপ্টারগুলি কেনা হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু এই চুক্তিতে দুর্নীতি হয়েছে এমন অভিযোগে তুমুল বিতর্কের মধ্যে ২০১৪ সালে তা বাতিল করে সরকার। সিবিআই–সহ একাধিক তদন্তকারী সংস্থা তদন্তে নামে। মাইকেল ধরা পড়ে।
তার পর থেকেই সিবিআই এবং ইডি’র আধিকারিকরা গত এক বছরে একাধিক বার দুবাইও গিয়েছেন। আমিরশাহি সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতির একাধিক নথি।
সামনেই লোকসভা ভোট৷ অনেকেই মনে করছেন, অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান জেমস মাইকেলকে ভারতে নিয়ে আসায় কোণঠাসা হবে কংগ্রেস৷ প্রচার জমে উঠবে অগুস্তা বনাম রাফাল কেলেঙ্কারি তরজায়৷
Be the first to comment