দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ ,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই টাকাই শোধ করে দেবেন বলে জানালেন বিজয় মাল্য। ট্যুইটারে লিখলেন,’ দেশের মানুষের কষ্টের টাকা আমি ফেরত দেব। ১০০ শতাংশ শোধ করব। এই টাকা আপনারা নিন।’ এখানে ‘আপনারা’ অর্থাৎ যে ১৩টি ব্যাঙ্ক তাঁর বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছে, তাদেরকেই টাকা শোধ করার আশ্বাস দিলেন পলাতক বিজয় মাল্য।
ট্যুইটারে ঝড় তুলে বিজয় মাল্য জানান, কিংফিসার দেশের সবচেয়ে শক্তিশালী বিমান সংস্থা। যা রেকর্ড হারে জ্বালানি মূল্য বৃদ্ধির ফলে ক্ষতির মুখে পড়ে।সেই সময় জ্বালানির দাম ব্যারল প্রতি ১৪০ ডলার হওয়ায় বিপদে পড়তে হয় এই বিমান সংস্থাকে। ব্যাঙ্কে ঋণের পরিমানও বাড়তে থাকে। সেই ঋণ নেওয়া টাকার প্রিন্সিপাল অর্থাৎ সুদ ছাড়া আসল টাকা শোধ করবেন তিনি বলে জানান।
২০১৬ সালের মার্চ মাসে দেশ খেকে পালিয়ে লন্ডনে গা ঢাকা দেন মাল্য। ৯ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। টাকা আদায় করতে বিভিন্ন ব্যাঙ্ক মাল্যর বিরুদ্ধে মামলা করেছে। স্টেট ব্যাঙ্ক সহ দেশের ১৩টি ব্যাঙ্কের করা মামলা লন্ডনের আদালতে চলছে। লন্ডন আদালতে মামলা চলাকালীন মাল্যর এক বছরের জামিন মঞ্জুর করে আদালত। সেই সময়সীমা শেষ হচ্ছে ১০ ডিসেম্বর। তার আগেই ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার কথা জানালেন মাল্য।
পাশাপাশি, ১০ ডিসেম্বর আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে বড় বিপদের মুখেই পড়বেন তিনি। জানা যাচ্ছে, মাল্যর দোষ প্রমাণ হলে প্রথমেই তাঁর লন্ডনের বাড়ি, বিলাসবহুল বাগান , কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি হবে। তাই হয়ত আগে থেকেই ঋণ শোধের আশ্বাস মাল্যর মুখে। সামলোচকদের মত, এই প্রথম না কি ঋণ শোধের কথা বললেন বিজয় মাল্য।
Be the first to comment