শুক্রবার কোচবিহারে বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না রাজ্য। কলকাতা হাইকোর্টে রথযাত্রার অনুমতি সংক্রান্ত মামলায় রাজ্যের মত জানাতে নির্দেশ দিয়েছিল আদালত।
বৃহস্পতিবার, শুনানিতে রাজ্যের তরফে কোচবিহারে পুলিস সুপারের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার জানিয়ে দেয়, যে তারা অনুমতি দিচ্ছে না। কলকাতা হাইকোর্টে একথা জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷ অন্য জেলাগুলির বিষয়ে ভেবে দেখা হবে বলেও জানিয়েছে সরকার। আজই বিজেপির তরফে তাদের মতামত আদালতে জানাতে হবে।
বছর শেষ হলেই লোকসভা ভোট। তার আগে বাংলায় রথ ছোটাবে বিজেপি । যাত্রা শুরু কোচবিহার থেকে। যাকে ঘিরে সরগরম কোচবিহার। শুক্রবার অমিত শাহ রথের রশি টানার আগেই তেতে উঠেছে ময়দান। রথ রাজনীতির পাল্টা কোচবিহার রাজবাড়ির কুল দেবতা মদনমোহন আবেগ। রথের রশি টেনে কর্মসূচির সূচনা করবেন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি চেয়েছিল বীরভূম থেকে এ রাজ্যে রথযাত্রার কর্মসূচি শুরু হোক। কিন্তু অনুব্রত ঠেলায় বীরভূম ছেড়ে রাজ্যের প্রান্তিক জেলা কোচবিহারে সরানো হয়। সেখানেও সভাস্থল নিয়ে বেগ পেতে হয়েছে গেরুয়া শিবিরকে।
প্রথমে চকচকে মাঠে করার কথা হলেও, নানা কারণে অনুমতি না মেলায় দলীয় কর্মীর ব্যক্তিগত জমিতে হচ্ছে সভা। গেরুয়া শিবিরের রথ রাজনীতি ফিকে করতে পাল্টা হোর্ডিং দিল তৃণমূল। রাজবাড়ির কুল দেবতা মদনমোহন আবেগকে সামনে রেখে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ল তৃণমূল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা ভোটের আগে, ফের বিজেপির হাতে রথের রশি। তবে বাংলায় বিজেপির রথ আটকাতে তৈরি শাসকদলও। শুক্রবারের কর্মসূচি ঘিরে ক্রমশ পারদ চড়ছে কোচবিহারে।
Be the first to comment