চোদ্দর ভোটে নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকেই ৬ ডিসেম্বর সারা রাজ্যে সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। ১৯৯২ সালের এই দিনেই অযোধ্যার বিতর্কিত সৌধ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে হলদিয়ায় বিরাট সম্প্রীতি মিছিল করল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। নেতৃত্বে রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ সামিল হলেন এ দিনের মিছিলে। হলদিয়া ডিগাসিপুর তালপুকুর থেকে ব্রজলাল চক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় পা মেলান প্রায় হাজার দশেক মানুষ।
প্রসঙ্গত, প্রতিদিনই বাংলার শাসক দল বিজেপি-র বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে সুর চড়াচ্ছে। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাতেই। গতকাল বাজকুলে সরকারি সভার পর বৃহস্পতিবার দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা। গত কালের সভা থেকেও, বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় ঝড় তুলে দিয়ে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। এ দিনের মিছিল থেকে ফের একবার বুঝিয়ে দেন, লোকসভায় এ রাজ্যে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না মোদী-শাহদের।
Be the first to comment