বিজেপি ছাড়লেন উত্তরপ্রদেশের সাংসদ সাবিত্রী বাই ফুলে

Spread the love

বিজেপি ছাড়লেন উত্তরপ্রদেশের বাহরাইচের সাংসদ সাবিত্রী বাই ফুলে। হিন্দুদের মধ্যেই বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এই অভিযোগ তুলে দল ছাড়লেন তিনি। সাংবাদিকদের জানান, ‘সরকার দেশের টাকা দেশের উন্নতির বদলে মূর্তি গড়ার কাজেই ব্যবহার করছে। মন্দির নিয়ে রাজনীতি করছে। মন্দির তৈরি হলে দেশের ব্রাহ্মণরাই উপকৃত হবেন। গোটা দেশে যাদের সংখ্যা মাত্র তিনি শতাংশ। দলিতদের বেকার সমস্যার সমাধান হবে না। সচেতনভাবে সমাজের মধ্যে বিভেদ তৈরি করছে বিজেপি। মন্দির ছাড়া ওদের হাতে কোনও ইস্যু নেই। আমি একজন সমাজকর্মী। দলিত সংরক্ষণ নিয়ে কিছুই করেনি বিজেপি। সুকৌশলে দলিতদের সংরক্ষণ তুলে দেওয়ার পরিকল্পনা করছে।’ এর আগে বহুবারই বিতর্কিত মন্তব্য করে বিপাকে ফেলেছিলেন সাবিত্রী ফুলে। জিন্নাকে দেশপ্রমিক বলে তুলনা করেও বিতর্কে জড়ান। সম্প্রতি যোগীর হনুমানকে দলিত বলা নিয়েও বিতর্কে বাধে। সেই বিতর্কে আরও বাড়িয়ে দেন ফুলে। সেসময় বলেন, অবশ্যই হনুমান দলিত। আর সেই কারণেই তাঁকে মনুবাদীদের(রামের) দাস হিসেবে দেখানো হয়েছিল। রামের জন্য সবকিছু করেছিলেন হনুমান। অথচ, তাঁকেই লম্বা লেজওয়ালা কালোমুখ বাঁদরের মতো উপস্থান করা হয়েছে। দলিত ছিলেন বলেই হনুমানকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। ভগবান রামেরও উচিত ছিল তাঁকে মানুষ হিসেবে সৃষ্টি করা। বাঁদরের মতো নয়। হনুমান দলিত ছিল বলেই এত অপমান সহ্য করতে হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*