পিয়ালি আচার্য,
পূর্ব মেদনীপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশেই বসেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জেলার আধিকারিক, পুলিশ কর্তা, বিধায়ক, সাংসদদের তুলে জিজ্ঞাসা করছিলেন জেলার উন্নয়ন বা অগ্রগতি কিভাবে হচ্ছে? হঠাৎই বৈঠকের শেষের দিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বলেন, নন্দীগ্রাম ঘটনার সি, আই, ডি তদন্ত এখন কেন শেষ হলোনা? অপরাধিরা চিহ্নিত হলোনা কেন? প্রসঙ্গত নন্দীগ্রাম গনহত্যার তদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তাঁর অভিযোগ শুনে তৎক্ষনাত স্বরাষ্ট্রসচিবকে বলেন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন। তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলুন।
এদিনের বৈঠকে একথা খুব স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছিল যে পূর্ব মেদনীপুরের যে কোনো ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সবরকমের মতামতকে খুব গুরুত্ব দিচ্ছেন। শুধু শুভেন্দু কেন বিভিন্ন প্রকল্পের রূপায়নে শিশির অধিকারীর সাথে আলোচনা করার কথাও তিনি বলেন।
Be the first to comment