পিয়ালি আচার্য,
দিঘায় ৬ ডিসেম্বর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে একটি জগন্নাথ ঘাট আছে। তার সংস্কার করতে হবে। পুরিতে যেমন সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির আছে। যা দেখতে আসেন বহু মানুষ তেমনি অত বড় আকারের না হলেও দিঘাতে একটি মন্দির আছে সেটিকেই আরোও বড়ো করে সংস্কারের মাধ্যমে সুন্দর করে তৈরী করুন। হয়তো পুরীর মন্দিরের মতো অতো বড়ো হবেনা কিন্তু দীঘায় বেড়াতে আসা মানুজন সমুদ্রের পাশাপাশি এই মন্দিরকে ঘিরে ভিড় জমাবেন। এভাবে পর্যটন কেন্দ্র হিসাবে দীঘার গুরুত্ব আরোও বাড়বে।
দীঘা সংলগ্ন অঞ্চলে হিন্দু মুসলমান ঐক্যে “সম্প্রীতি নগর” গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দিঘার ৭ কিলোমিটার মেলিনড্রাইভ ব্রিজের কাজ খুব দ্রুত শেষ করার কথাও বলেন তিনি। এলাকার পরিস্কার পরিচ্ছন্নতার উপরও জোর দেন তিনি। পানের পিক ফেলা, নোংরা করা কোনো মতেই চলবেনা সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করেন তিনি।
Be the first to comment