পিয়ালি আচার্য,
আগে যারা দীঘা গিয়েছেন তারা জানেন সমুদ্রতটে যত্রতত্র হকারদের ভিড় জমত। কিন্তু এখন দীঘার সমুদ্রতট থেকে পরিকল্পিতভাবে হকারদের সরিয়ে আনা হয়েছে। তাদের জন্য অন্যত্র বসার সুবন্দ্যোবস্ত করা হয়েছে। কিন্তু অনেকেই সমুদ্রতট ছেড়ে যেতে নারাজ। মমতা এদিন বলেন যে ওদের তো কাছেই অন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওদের জিনিসপত্রের চাহিদা এত বেশি যে পর্যটকরা এমনিতেই সেখানে গিয়ে ভিড় জমাবেন। মৎস্যজীবিদের জন্য জেলাশাসকে নির্দেশ দিলেন মমতা। পূর্ব মেদনীপুরের জেলাশাসককে বিষয়টি খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment