ভোট দেওয়ার লাইন থেকেই গ্রেফতার করা হবে রোহিঙ্গাদের

Spread the love
ভোট দেওয়ার লাইন থেকেই গ্রেফতার করা হবে রোহিঙ্গাদের। তেলঙ্গানা নির্বাচনের আগে এমনই জানাল হায়দরাবাদ প্রশাসন। অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে, অনেক রোহিঙ্গাই কারচুপি করে নাম তুলিয়ে নিয়েছেন ভোটার তালিকাতে। বানিয়ে নিয়েছেন ভোটার কার্ডও। তাঁদের ভোট আটকাতেই এই ব্যবস্থা।
সূত্রের খবর, তেলঙ্গানা রাজ্যে এই ভোটার কার্ডধারি রোহিঙ্গাদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবারে তেলঙ্গানায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা, অবৈধ উপায়ে ভোটার তালিকায় নাম তোলা রোহিঙ্গারা ভোটার কার্ড নিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে পারে। তাই হায়দরাবাদের পুর নিগমের পক্ষ থেকে রোহিঙ্গাদের সম্পর্কে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিগমের এলাকায় থাকা ১০৫ জন রোহিঙ্গাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের উপরে কড়া নজর রাখা হচ্ছে। শুক্রবার কোনও বুথে ভোট দিতে গেলেই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ।
২০১২ সাল থেকে বহু মানুষ মায়ানমার থেকে ভারতে আসতে শুরু করেছে। হায়দরাবাদ এবং সংলগ্ন এলাকায় তাদের আনাগোনা শুরু হয় আরও এক বছর পরে ২০১৩ সাল থেকে। তথ্য অনুসারে এই মুহূর্তে ৫০২৫ জন রোহিঙ্গা বাস করছে এই দেশে। যাদের মধ্যে অনেকের কাছেই রাষ্ট্র সংঘের পরিচয়পত্র রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*