ফের কটাক্ষের মুখে পড়লেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। নির্বাচনের ঠিক মুখেই তাঁকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন সংযুক্ত জনতা-দলের বহিষ্কৃত নেতা শরদ যাদব৷ আলওয়ারের মুন্ডাওয়ারে একটি জনসভায় তাঁর এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।
ওই জনসভায় তিনি মন্তব্য করেন, “বসুন্ধরা অনেক মোটা হয়ে গিয়েছেন, তাঁর বিশ্রামের প্রয়োজন৷ প্রথমে তিনি রোগা ছিলেন, আমাদের মধ্যপ্রদেশের মেয়ে ছিলেন৷ এখন বদলে গিয়েছেন।” এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই তা ভাইরাল হয়ে যায়। চর্চার কেন্দ্রে উঠে আসেন শরদয তবে এই প্রথম নয়, এর আগেও মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি৷
প্রসঙ্গত, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে আজ, শুক্রবার ৭ ডিসেম্বরে রাজস্থান ও তেলেঙ্গানার ভোটগ্রহণ পর্ব। রাজস্থান বিধানসভায় ভোটগ্রহণ হচ্ছে ১৯৯টি আসনে এবং তেলঙ্গানায় ১১৯ আসনে। এর আগেই তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরামের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে।
রাজস্থানে ফের নিজের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে বিজেপি। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন কংগ্রেসের সচিন পাইলট। আগামী ১১ ডিসেম্বর সব রাজ্যের ভোটের ফলাফলের দিকে তাকিয়ে সকলে।
Be the first to comment