রণক্ষেত্রের চেহারা নিল ধূপগুড়ির জুড়াপানি

Spread the love

কোচবিহারের সভায় যোগ দিতে যাওয়ার পথে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল ধূপগুড়ির জুড়াপানি। জলপাইগুড়ির এক অ্যাডিশনাল এসপি সহ মোট ২০ জন পুলিশ কর্মী ঘায়েল হয়েছেন।

বিজেপির অভিযোগ, সভাস্থলে যাওয়ার পথে কর্মী সমর্থক বোঝাই তাদের বেশ কয়েকটি গাড়ি জুড়াপানিতে আটকে দেয় পুলিশ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ জানিয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। সে সব অগ্রাহ্য করেই পুলিশের গাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মীরা।

অভিযোগ, পুলিশের এক সাব ইন্সপেক্টর দিলীপ সরকার মারমুখী জনতার হাত থেকে বাঁচতে একটি সরকারি বাসে উঠে পড়লে সেই বাসে উঠে তাঁকে মারধর করে বিজেপির কর্মী সমর্থকরা। কয়েকজন যাত্রী বাধা দিলে তাঁরাও আক্রান্ত হন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটের আঘাতে জখম হন ধূপগুড়ি ট্রাফিকের ওসি অসীম সরকার। তাঁর বুকে ইটের আঘাত লেগেছে। ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন জলপাইগুড়ির অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) বেনরুপ শেরপা। তাঁর চোখে ইটের আঘাত লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।

এ দিন জলপাইগুড়ি পাহারপুরেও একটি বাস আটকে দেওয়া নিয়ে কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে অশান্তি বাধে বিজেপি কর্মীদের। কোতোয়ালি থানার গেট আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাজগঞ্জের বিজেপি নেতা সুভাষ ঝা অভিযোগ করেন, “কোচবিহারের সভায় যাওয়ার জন্য আমরা বাস নিয়ে যাচ্ছিলাম। জলপাইগুড়ির পাহারপুরে আমাদের বাস আটকে থানায় নিয়ে যাওয়া হয়।”

কী কারণে বিজেপি কর্মীদের আটক করা হয়েছে এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অবশ্য কোনও মন্তব্য করতে চায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*