হাইকোর্টে যখন রথযাত্রা নিয়ে শুনানি চলছে, তখন কোচবিহারে নিয়মরক্ষায় জৌলুসহীন সভা করল রাজ্য বিজেপি। সভায় অমিত শাহকে না পেয়ে কিছুটা নিরাশ দূরদুরান্ত থেকে আসা বিজেপি কর্মী, সমর্থকরা। বিজেপির রথযাত্রা ধাক্কা খাওয়ার পরে, শুক্রবার কোচবিহারে সভা হবে কি না তা নিয়ে জোর জল্পনা ছিল খোদ বিজেপির অন্দরেই।
অমিত শাহ আসছেন না, দিল্লি থেকে বৈঠক করবেন একথা যখন একপ্রকার নিশ্চিত হয়ে যাওয়ার পরেই কোচবিহারের সভাস্থল ভাঙাহাটের চেহারা নেয়। সভাস্থল থেকে চেয়ার সরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্যও চোখে পড়ে। অবশেষে বঙ্গ বিজেপি নেতৃত্বের রুদ্ধদ্বার বৈঠকে পরে সিদ্ধান্ত হয় অমিত শাহ ছাড়াই সভা হবে কোচবিহারে। বিজেপির সভা নিয়ে টালবাহানার মধ্যেই সকালে মদনমোহন মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় আসতে বিজেপি কর্মী সমর্থকদের পুলিস বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ।
শুক্রবার, কোচবিহারের বিজেপির সভায় ছিল না কোনও চমক। ছিলেন না শীর্ষ স্থানীয় কোনও নেতৃত্ব। ছিলেন বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষেরা। রথ নিয়ে তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, সকলকে ধন্যবাদ জানাতেই মঞ্চে এসেছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র বিপন্ন। তাই রথযাত্রার আহ্বান করা হয়েছিল। আদালত অনুমতি দিলেই রথ বেরবে। বিজেপির অমিত শাহ সভায় আসছেন না, সেকথা প্রথমে জানতেন না অনেকে। পরে জৌলুসহীন সভা ফেরত অনেক বিজেপি কর্মী, সমর্থকদের মুখেই ছিল হতাশার ছবি।
Be the first to comment