গতকাল ইডেনে ভারত ও শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক কোহলি ০ রান করে আউট হয়ে যান। এই নিয়ে এক বছরে পাঁচ বার শূণ্য রানে আউট হলেন বিরাট। এটি একটি রেকর্ড। এর আগে এমন ঘটনা ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সাথে হয়েছিল। ১৯৮৩ সালে কপিল দেব এক বছরে পাঁচ বার শূণ্য রানে আউট হয়েছিলেন।
বিরাট কোহলি এই বছরের ফেব্রুয়ারী মাসে অস্ট্রেলিয়ার সাথে টেস্টে ০ রানে আউট হয়েছিলেন, তারপর আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছিলেন, তৃতীয় এবং চতুর্থ বার ০ রানে আউট হয়েছিলেন যথাক্রমে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সাথে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবং অক্টোবরে অস্ট্রেলিয়ার সাথে টি-২০ ম্যাচে।
Be the first to comment