হিরে খচিত বিমানের দেখা মিললো সংযুক্ত আরব আমিরশাহিতে

Spread the love
হীরক দেশে নয়, হিরে খচিত বিমান দেখা গেছে সংযুক্ত আরব আমিরশাহিতে! কথাটা কি সত্যি?
উড়ান সংস্থা এমিরেটস এয়ারলাইনসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে হিরে ও রত্নখচিত এমন পেল্লায় বিমান দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। টুইটার পোস্টে জ্বলজ্বল করছে হিরের বিমান। চোখের ভুল নয় মোটেও। বিমানের আপাদমস্তক মোড়া নানান মাপের হিরেতে, বহুমূল্য রত্নও রয়েছে তারই মাঝে সাজানো। রাজকীয় বিমানের হিরের দ্যুতিতে চকমক করছে গোটা টারম্যাক। বিমান তো নয়, একফালি হিরের চাঁদ যেন আধো অন্ধকার টারম্যাকে জ্যোৎস্নার আলো নিয়ে এসেছে।
রহস্য রয়েছে কি? নেটিজেনদের সন্দিগ্ধ মন উত্তর খোঁজার আগেই টুইটারে ক্যাপশন। না, সত্যি নয়, পুরোটাই ভেলকি। ক্রিস্টাল আর্টিস্ট সারা শাকিলের অনবদ্য প্রতিভার ছোঁয়ায় সাধারণ বিমানের গায়েও তিনি নিয়ে এসেছেন হিরের চমক। এমিরেটস এমন রত্নখচিত বিমানের নাম দিয়েছে ‘ব্লিং ৭৭৭’।
সংবাদসংস্থা খালিজ টাইমস জানিয়েছে, সারা শাকিল বেশ জনপ্রিয় ক্রিস্টাল আর্টিস্ট। ইনস্টাগ্রামে প্রায়শই নিজের নানা কাজের ছবি পোস্ট করে থাকেন। এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ। ক্রিস্টাল আর্ট ফর্মের কারসাজিতে এমন হিরেখচিত বিমান বানিয়ে তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছিলেন। সেটাই নজরে পড়ে যায় উড়ান সংস্থার। ইনস্টাগ্রাম থেকে শাকিলের সেই পোস্ট তারা এমিরেটসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করে দেয়। নিমেষের মধ্যে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে থাকে সেই পোস্ট। প্রথমে বিষয়টা বুঝতে না পেরে অনেক ভিউয়ারই প্রশ্ন করেন, সত্যিই এমন বিমান বানিয়েছে কিনা এমিরেটস। অনেকের আবার কৌতুহল, “শাকিল ঠিক কি পদ্ধতি ব্যবহার করেছেন, পদার্থবিদ্যা বা এরোডায়নামিক্সের কারসাজি নয় তো?”
আসল হোক বা নকল, হিরের বিমান বানিয়ে সারা শাকিলের জনপ্রিয়তা আরও বেড়েছে। এমিরেটসও বেশ খুশি। উপহার ও কৃতজ্ঞতাস্বরূপ তারা পাকিস্তান থেকে মিলান পর্যন্ত শাকিলের বিনামূল্যে বিমানযাত্রার ব্যবস্থা করে দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*