পূর্ব বর্ধমানের পর এ বার অবৈধ বালিখাদানে রাশ টানতে উচ্চপর্যায়ের বৈঠক হল বীরভূমে। বৈঠকে অবৈধ বালিখাদান, বালিপাচার, ওভারলোড নিয়ে জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং জেলার মালিক সমিতির মধ্যে আলোচনা হয়।
প্রশাসন সূত্রে খবর, অবৈধ বালি কারবার বন্ধ করতে এ বার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। আগামী সপ্তাহের মধ্যেই রাজস্ব আদায়ের জন্য বিশেষ অ্যাপ চালু হয়ে যাবে। অ্যাপটির নাম ই-নজরদারি, যার মাধ্যমে বেআইনি ভুয়ো চালান মারফৎ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে, এমনটাই দাবি করেছে প্রশাসন। বৈধ চালানে থাকবে কিউ কোড, অ্যাপটি চালু করে মোবাইল ক্যামেরা ধরলেই তার সম্পূর্ণ তথ্য চলে আসবে ফোনে। ফলে, অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে, গাড়ির নম্বর, বালির পরিমাণ, বালি কোন সময়ে লোড করা হচ্ছে ইত্যাদি।
Be the first to comment