দাড়িভিট স্কুলে ২৩৭ জনকে নিয়োগপত্র দেওয়া হবে আগামী সোমবার

Spread the love
ফের শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ দাড়িভিটের জেরে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল ৷ নিয়োগপত্র দেওয়া হলেও স্কুলে শূন্যপদ ছিল না ৷ তার জেরে অনেককেই নিয়োগ করা যায়নি ৷ তাঁদের মধ্যে থেকে ২৩৭ জনকে নিয়োগপত্র দেওয়া হবে সোমবার ৷ শুক্রবার এমনই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷
দাড়ভিটের কোএড উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা সব মিলিয়ে প্রায় দু’হাজার ৷ কিন্তু পড়ুয়াদের তুলনায় পর্যাপ্ত শিক্ষক নেই সেই স্কুলে ৷ সেই কারণেই শিক্ষক নিয়োগের বন্দ্যোবস্ত করা হয়েছিল ৷ তবে, উচ্চ মাধ্যমিক স্তরের কোনও শিক্ষক নিয়োগের পরিবর্তে উর্দু এবং সংস্কৃতের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ তা নিয়েই আপত্তি জানায় স্কুল পড়ুয়ারা ৷ এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা স্কুল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কার্যত বেপরোয়াভাবেই এলাকায় ঢোকে পুলিশের গাড়ি। পুলিশের জিপ ঢুকতে দেখেই শুরু হয় আন্দোলনকারীদের এলোপাথাড়ি ইটবৃষ্টি। কার্যত যেন একটুকরো কাশ্মীর উঠে আসে দাড়িভিট স্কুলচত্বরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*