রাতভর বিক্ষোভের পরে ঘেরাও উঠল উমেশচন্দ্র কলেজ তথা সিটি কলেজ অব কমার্সে। ১৭ ঘণ্টা পরে ঘেরাও মুক্ত হলেন অধ্যক্ষ। উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে ঘেরাও বিক্ষোভে বসেন পড়ুয়ারা। প্রথম সেমিস্টারে ৩৫৪ জন ও দ্বিতীয় সেমিস্টারে ১৯৩ জনকে বসতে দেওয়া হবে না বলে কলেজের তরফে জানান হয়। এর প্রতিবাদে অবস্থানে বসেন পড়ুয়া।
তাঁদের অভিযোগ, পক্ষপাতিত্ব করছে কলেজ কর্তৃপক্ষ। একই উপস্থিতির হার থাকা সত্ত্বেও কয়েকজনকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে, কিন্তু বাকিদের হচ্ছে না। শুধু তাই নয়, অ্যাটেন্ডেন্স রেজিস্টারও দেখনোর দাবিও জানান পড়ুয়ারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে মুচিপাড়া থানার পুলিস। কিন্তু দাবি না মানা পর্যন্ত তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানান পড়ুয়ারা। কিন্তু সকালে অধ্যক্ষ জানান, বিষয়টি নিয়ে উপাচার্য ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এই আশ্বাস পাওয়ার পরেই অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করেন পড়ুয়ারা। তবে, অধ্যক্ষের মতে, আন্দোলনকারী অনেক ছাত্রের কলেজে কোনও উপস্থিতিই নেই। এই অবস্থায় তাঁদের পরীক্ষায় বসতে দিলে, যাঁরা ৬৫ শতাংশের বেশি উপস্থিতির হার নিয়ে যোগ্যতা অর্জন করেছে, তাঁদের কী জবাব দেবেন তিনি? বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা মেনেই পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানান অধ্যক্ষ।
Be the first to comment