মেসির ভক্ত হিসেবে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিল এক আফগান বালক। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে সাতবছর বয়সের এই বালককে। প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে তা পরে মুরতাজা আহমাদির ছবি ভাইরাল হয়েছিল ২০১৬ সালে। পরে কাতারে তার স্বপ্নের নায়কের সঙ্গে দেখাও হয়েছিল। তারপর রীতিমত তারকা বনে গিয়েছিল ছোটো মুরতাজা। কিন্তু এখন তালিবানের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিল মুরতাজার পরিবার। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে তারা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে কাবুলে।
এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্পমেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিল। কিন্তু পরে টাকা ফুরিয়ে যাওয়ায় দেশে ফিরে আসে তার পরিবার। মুরতাজার পরিবার বলছে এই বিখ্যাত হওয়ার কারণেই তালিবানরা বলছে তোমরা বড়লোক হয়ে গিয়েছো। মেসির কাছ থেকে যা টাকা পেয়েছো তা আমাদের না দিলে মুরতাজাকে তুলে নিয়ে যাব। বাড়ি থেকে আসার সময় তারা কিছুই সঙ্গে নিতে পারেননি, এমনকি মেসির কাছ থেকে পাওয়া জার্সিটাও।
Be the first to comment