ভয়াবহ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে একটি যাত্রী বোঝাই বাস। পুলিশ জানিয়েছে, শনিবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানিয়েছে, আহতদের নিয়ে যাওয়া হয়েছে মান্ডির একটি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে আহতদের।
জানা গিয়েছে, লোরান থেকে পুঞ্চের দিকে রওনা দিয়েছিল ওই যাত্রীবাহি বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। গভীর খাদে গড়িয়ে পড়ে যায় ওই বাস। পুলিশ জানিয়েছে, পুঞ্চ থেকে ৩০ কিলোমিটার দূরে প্লেরা-তে খাদে পড়ে গিয়েছে ওই বাসটি। খাদের নীচে একটি নদীর পাড় থেকে দুমড়ানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই বাসটিকে। পুলিশের অনুমান সম্ভবত বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রায় ১০০ মিটার গভীর পাথুরে খাদে পড়ে যায় ওই যাত্রী বোঝাই বাস। পাথরের আঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপর থেকে এত জোরে বাসটি নীচে এসে পড়েছে যে পাথরের আঘাতে বাসের ছাদ উড়ে গিয়েছে।
Be the first to comment