যৌন হেনস্থার অভিযোগে পদ খোয়ালেন অল ইন্ডিয়া রেডিও-র এক উচ্চপদস্থ আধিকারিক। এআইআর-এর ৯ জন মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই ভিত্তিতে বিশেষ তদন্ত কমিটি বসায় প্রসার ভারতী। এক মাস টানা তদন্ত চলার পর শুক্রবার অভিযুক্তকে পদচ্যুত করা হল। গোপনীয়তা রক্ষা করে এখনও অভিযুক্তের নাম প্রকাশ করেনি অল ইন্ডিয়া রেডিও।
কর্মস্থলে মহিলাদের আলাদা ডেকে যৌন হেনস্থার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। উচ্চপদস্থ আধিকারিক হওয়ায় নিজস্ব চেম্বার পেতেন তিনি। সেখানেই মহিলা কর্মীদের যে কোনও অজুহাতে হেনস্থা করতেন। গত এক বছর ধরে যৌন হেনস্থার শিকার হচ্ছিলেন ৯ মহিলা। গোটা বিষয়টি জানিয়ে তাঁরা জাতীয় মহিলা কমিশনকে জানান।মহিলাদের অভিযোগ গ্রহণ করে কমিশন। বিষয়টি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধীরও নজরে আসে। কয়েক মাস ধরেই জাতীয় মহিলা কমিশন অল ইন্ডিয়া রেডিওকে অভিযোগ খতিয়ে দেখার কথা বলে আসছে। কিন্তু, প্রথমেই তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে অভিযোগ কমিশনের।
Be the first to comment