রামমন্দির নির্মাণে বাধা দিলে, উল্টে দেব সরকারঃ সুব্রহ্মণ্যম স্বামী

Spread the love

রামমন্দির নির্মাণে বাধা দিলে, উল্টে দেব সরকার। সেটা কেন্দ্রই হোক বা রাজ্য সরকার। হুমকি দিলেন বিজেপির অন্যতম বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ধর্মবিশ্বাস, রাজনীতি ও বিচার ব্যবস্থা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। সেখানে গেরুয়া শিবিরের এই বিতর্কিত নেতা বলেন, জানুয়ারিতে আমাদের ইস্যুটির (রামমন্দিরের) শুনানি হবে। জয় আমাদের হবেই। অযোধ্যায় নির্মাণ হবেই। কেন্দ্র বা উত্তরপ্রদেশ সরকারেরও বাধা দেওয়ার সাহস নেই। তাহলে আমি সরকারকেই উল্টে দেব। প্রসঙ্গত, বহুবারই উস্কানিমূলক মন্তব্যে করে দলকে বিপাকে ফেলেছেন তিনি। এবার নিজের দলকেই প্রয়োজনে উৎখাতের ডাক দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন স্বামী। তার আরও দাবি, অযোধ্যার মুসলিমদের যতদূর চিনি রামন্দিরে তাঁদেরও আপত্তি নেই। সুন্নি ওয়াকফ বোর্ডও বিষয়টি মেনে নিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও জানিয়েছে অযোধ্যার ওই বিতর্কিত জমিতে মন্দির ছিল। তার আশা সুপ্রিম কোর্টও অবশ্যেই মন্দির নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*