শেষ দল হিসাবে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে গেলো লাতিন আমেরিকার পেরু। বুধবার প্লে অফের দ্বিতীয় ম্যাচে পেরু নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেলো। কিছুদিন আগেই শক্তিশালী ইতালি ৬০ বছর পর বিশ্বকাপের মূলপর্বের খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা এবং বিশ্বকাপের জৌলুস অনেকটাই কমে যাবে বলে ধারনা বিশেষজ্ঞ মহলের। রাশিয়া সংগঠক দেশ হিসাবে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। ১ ডিসেম্বর ক্রেমলিনে ড্র এর মাধ্যমে গ্রুপ তৈরী করা হবে।
৩২ টি দেশ, যারা রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেলো।
ইউরোপ থেকে- ১৪টি দেশ
রাশিয়া, জার্মানি, ফ্রান্স, পর্তুগোল, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইডেন, সুইৎজারল্যান্ড, ক্রোয়েশিয়া, ডেনমার্ক
সাউথ আমেরিকা থেকে- ৫টি দেশ
ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং পেরু
আফ্রিকা থেকে- ৫টি দেশ
তিউনিশিয়া, মিশর, নাইজেরিয়া, মরক্কো, সেনেগাল
এশিয়া থেকে – ৫টি দেশ
ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, অস্ট্রেলিয়া
উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জ থেকে – ৩টি দেশ
মেক্সিকো, কোস্টারিকা, পানামা
Be the first to comment