হাওড়া শহরে শিবপুর ট্রাম ডিপো এলাকায় দু’দলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় শুক্রবার রাতে। গুলি ও বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কয়েকজনের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি শামিম আহমেদকে। তাঁর অনুগামীরা শিবপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে হটিয়ে দেয়।
এলাকায় তৃণমূল নেতা শামিম ওরফে বরের সঙ্গে কংগ্রেস নেতা জাভেদ কুরেশির শ্ত্রুতা দীর্ঘদিনের। একসময়ে দু’জনেই কংগ্রেস করতেন। পরে শামিম তৃণমূলে যোগ দেন। আগে থেকেই দু’জনের বিরোধ ছিল। এলাকায় প্রোমোটিংকে কেন্দ্র করে শত্রুতা বৃদ্ধি পায়। তা চরম আকার নেয় শুক্রবার রাতে।
জাভেদের এক ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরে ফেরার ছিল। শুক্রবার সে এলাকায় ঢোকে। শামিম অনুগামীদের অভিযোগ, সে তাদের ওপরে হামলা চালায়। যদিও জাভেদ গোষ্ঠীর বক্তব্য, সে বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিল। শামিমের লোকেরা তাকে দেখতে পেয়ে আক্রমণ করে। তা থেকেই শুরু হয় সংঘর্ষ।
Be the first to comment