ক্লাসে নাকি কথা বলে অন্যদের বিরক্ত করছিল তারা। তাই অভিনব শাস্তি দিলেন এক শিক্ষিকা। দুই খুদের মুখে সেলোটেপ লাগিয়ে মুখ বন্ধ করে দিলেন!
ঘটনাটি শনিবার ঘটেছে গুরুগ্রামে। এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুল ওই শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। পুলিশ জানিয়েছে, শিক্ষিকার বয়ান অনুযায়ী লোয়ার কেজি-র দুই ছাত্র নাকি ক্লাসে সমানে কথা বলছিল। তারা নাকি খারাপ ভাষা ব্যবহার করছিল। তাই ওই শিক্ষিকা ঠিক করেন দুই খুদেকে উচিত শিক্ষা দিতে হবে। তিনি সেলোটেপ দিয়ে দুজনের মুখ আটকে দেন।
ছাত্রদুটি বাড়িতে এসে বাবা-মাকে সব বলার পরে তাঁরা স্কুল কর্তৃপক্ষকে সব জানান। স্কুলের প্রিন্সিপ্যাল গুরুরাজ বলেন, তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
স্কুলে শাস্তি বা তিরস্কারের নামে পড়ুয়াদের নানা রকম ভাবে হেনস্থার কথা প্রায়ই উঠে আসে। দিন কয়েক আগেই পশ্চিম দিল্লিতে এক ছাত্রী আত্মঘাতী হয়। সে তার হাতের তালুতে এক শিক্ষিকার নাম লিখে যায়, যিনি তাকে অপমান করতেন বলে অভিযোগ। পড়ুয়াদের মারধর, সহপাঠীদের সামনে অপমান করা, নানা ভাবে ভয় দেখানো এবং যৌন হেনস্থার কথাও আকছাড়ই শোনা যায়। শাস্তির নামে বাথরুমে বন্ধ করে রাখার ঘটনাও আগে ঘটেছে। এ বার সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ।
Be the first to comment