উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর সুবোধ সিংকে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল মূল সন্দেহভাজন সেনা জওয়ান জীতেন্দ্র মালিককে । উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের খবর জীতেন্দ্র মালিক ওরফে জীতুকে সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছে । রাত ১২.০৫ নাগাদ তাঁকে টাস্ক ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এসএসপি অভিষেক সিং জানিয়েছেন বুলন্দশহরের হিংসার ঘটনায় জীতেন্দ্রর ভূমিকা এইমুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে । তাঁকে প্রাথমিক জেরাও করা হয়েছে । এছাড়াও তাঁর মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষাও করা হবে ।
ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশকর্মীকে হত্যার ঘটনায় জড়িত হওয়ার কথা স্বীকার করেননি জীতেন্দ্র । বুলন্দশহরের ঘটনায় ১১তম অভিযুক্ত জীতেন্দ্র । জম্মুতে পোস্টিং ছিল জীতেন্দ্রর ও ছুটিতে সে গ্রামে গিয়েছিল । যদিও এই হিংসার ঘটনায় জড়িত থাকার কথা একদমই ভিত্তিহীন বলে জানিয়েছেন জীতেন্দ্রর মা রতন কৌর ।
Be the first to comment