তিন থেকে চার। আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যায় শীর্ষে কেরল। দেশের প্রথম রাজ্য যেখানে দাঁড়িয়ে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেই রাজ্যই ভগবানের নিজস্ব দেশ (কেরল)। রবিবার কেরলে উদ্বোধন হল কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরের। চার নম্বর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে টার্গেটে সফল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
২ হাজার একর এলাকা নিয়ে দাঁড়িয়ে ঝকঝকে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর। যেখানে উড়বে কয়েকটি ডোমেস্টিক বিমানও। পর্যটনের কথা মাথায় রেখে কেরল সরকারের এই সিদ্ধান্ত।
এক নজরে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর..
এলাকা- ২ হাজার একরখরচ-১ হাজার ৮০০ কোটিরানওয়ে- সাড়ে তিন থেকে চার হাজার মিটার দীর্ঘপ্রতিদিন অন্তত ২০০০ যাত্রী যাতায়াত করতে পারেনবছরে দেড় মিলিয়ন যাত্রীর ভার নিতে সক্ষমহায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বইয়ের বিমান উড়বে
আপাতত আরব,কাতার,ওমানে বিমান ওঠা-নামা করবে। কারণ, কেরলের বিদেশি পর্যটকদের অধিকাংশই পশ্চিম এশিয় দেশগুলির। ধীরে ধীরে পরিধি বাড়বে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী । কান্নুর ছাড়া কেরলের বাকি তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হল- তিরুবনন্তপুরম,কোচি ও কোঝিকোড়।
রাজ্যের ব্যাপ্তি বুঝেই চারটি আন্তর্জাতিক বিমানবন্দর। কেরলের বিভিন্ন দিকে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। সেই বুঝেই আন্তর্জাতিক বিমানবন্দরের উপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে কান্নুরের উপর বিশেষ নজর দিয়েছে পর্যটন দফতর। এখানকার স্পাইস গার্ডেন, হ্যান্ডলুম কেরল পর্যটন শিল্পের বড় দিক। যাকে প্রাধান্য দিতেই কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর। রবিবারই বিমানবন্দর থেকে উড়ল প্রথম আন্তর্জাতিক বিমান। ১৮০ যাত্রী নিয়ে আবু ধাবি ওড়ে এয়ার ইন্ডিয়া।
Be the first to comment