আগে থেকে গোপন সুত্রে খবর পেয়ে, ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার ৩০ লক্ষ টাকার বার্মা টিক ও ৬১ প্যাকেট গাঁজা। গ্রেফতার তিন পাচারকারী।
রবিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে গোপনে খবর আসে, যে ওই দিনই বিকেলের দিকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে দু’টি লরিতে করে বার্মা টিক ( সেগুন কাঠ) ও গাঁজা পাচার করা হচ্ছে। দুটি লরিই আবার আসাম থেকে বিহার যাচ্ছে। খবর পেয়ে জলপাইগুড়ি গোশালা মোড় ও পাহাড়পুর এলাকায় নাকাবন্দী করে পুলিশ। উদ্ধার হয় লরি-বোঝাই সেগুন কাঠ।
এর পরে নির্দিষ্ট নম্বরের ( GJ03 W7882) লরিটিকে পাহা[]পুরে দাঁড় করিয়ে খোঁজা শুরু করে। দীর্ঘ ক্ষণ খোঁজার পরে লরির ভেতরের গোপন কুঠুরি থেকে ৬১ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গেছে, এর ওজন প্রায় ১৪৫ কিলোগ্রাম।
ঘটনায় ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে বলে জলপাইগুড়ি কোতোয়ালী থানা সুত্রে যানা গেছে।
Be the first to comment