মঙ্গলবার ৫ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা, উদ্ধার প্রচুর কালো টাকা

Spread the love
পাঁচ রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে ৷ এখন শুধু ফলাফলের অপেক্ষা ৷ ১১ ডিসেম্বর অথার্ৎ আগামিকাল নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৷ মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, তেলঙ্গনা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের সময় ব্যাপক হারে কালো টাকা ব্যবহার করা হয়েছে ৷ নোটবন্দির পর কালো টাকা কম হওয়ার বদলে বেড়ে গিয়েছ ৷ নির্বাচন কমিশনের হিসেবে অনুযায়ী, গত নির্বাচনের চেয়ে এই নির্বাচনের সময় বেশি পরিমাণের কালো টাকা উদ্ধার হয়েছে ৷
নির্বাচনের সময় নির্বাচন বিধি লাগু হওয়ার পর ধড়পাকড় শুরু করা হয় ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণের কালো টাকা, মদ, মাদক দ্রব্য এবং প্রচুর পরিমাণের গয়না ৷ দেখা গিয়েছে প্রায় ১৬৮ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে ৷ নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায় যে ১৬৮ কোটি টাকার মধ্যে ১১৫.১৯ কোটি টাকা তেলঙ্গনা থেকে উদ্ধার করা হয়েছে ৷ ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় প্রায় ১৯৫ কোটি কালো টাকা উদ্ধার করা হয় ৷
মধ্যপ্রদেশ থেকে ৩০.৯৩ কোটি টাকা, রাজস্থানে ১২.৮৫ কোটি টাকা উদ্ধার করা হয় ৷ আগের নির্বাচনে মধ্যপ্রদেশে কালো টাকা, মাদক দ্রব্য ও মদ এবং অন্যান্য যে সামগ্রী উদ্ধার করা হয়েছিল তার মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা ৷ একই ভাবে রাজস্থানেও নির্বাচনের সময় গতবারের তুলনায় এবার কালো টাকা বৃদ্ধি হয়েছে ৷
রাজস্থানে প্রায় ১৪.৫৮ কোটি টাকার চরস, গাঁজা, আফিন এবং অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*