সার্কের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ভারতের প্রতিনিধি। ইসলামাবাদে স্রকের বৈঠকে গিয়েছিলেন ভারতীয় দূতাবাসের প্রতিনিধি শুভম সিং। বৈঠকে পাক অধিকৃত কাশ্মীরের মন্ত্রী চৌধুরী মহম্মদ সইদের উপস্থিত থাকার প্রতিবাদে বৈঠক ছাড়েন তিনি। রবিবার সার্ক চুক্তি দিবসে সার্ক বণিকসভার বৈঠক ছিল। কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে ভারত। তাই পাক অধিকৃত কাশ্মীরের কোনো মন্ত্রীকে স্বীকার করে না তারা।
উরিতে সেনাছাউনিতে পাক জঙ্গিদের হামলার পর ২০১৬ সালে ইসলামাবাদের সার্ক সম্মেলন বয়কট করেছিল ভারত। বাংসাদেশ, ভুটান ও আফগানিস্তানও বৈঠক বয়কট করেছিল। তারপর আর সার্ক সম্মেলন হয়নি। সেপ্টেম্বরে কাশ্মীরের পুলিশ কর্মীদের হত্যার পর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকও বয়কট করে ভারত।
Be the first to comment