রেলকর্মীদের ধর্মঘটে সোমবার জার্মানিতে বেশিরভাগ ট্রেন চলছে না। হাজার হাজার যাত্রী চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন। বেতনের দাবিতে ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। তাদের ১ লাখ ৬০ হাজার কর্মীর জন্য সাড়ে সাত শতাংশ বেতনবৃদ্ধির দাবি জানিয়েছে ইভিজি রেলশ্রমিক ইউনিয়ন। তারা রেলস্টেশনের বাইরে বিক্ষোভও দেখিয়েছেন। ভোর পাঁচটা থেকে চারঘণ্টার এই ধর্মঘট। যাত্রীবাহী হাইস্পিড, আন্তঃশহর ট্রেন পরিষেবা ছাড়াও মালবাহী ট্রেন চলছে না। সকাল ৯টায় ধর্মঘট শেষ হলেও দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবারও ট্রেন যাতায়াতে বিঘ্ন হতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট ফেরত দিতে বলেছেন। বাভারিয়া থেকে মিউনিখ, হ্যানোভার থেকে হেস রেল সংস্থা ডয়েশ ভান বাতিল করেছে একাধিক ট্রেন।
Be the first to comment