বিজেপির রথযাত্রা নিয়ে জটিলতা কাটছে কিছুতেই। আদালতের নির্দেশ অনুযায়ী, বিজেপির তিন প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে হবে প্রশাসনের তিন কর্তা মুখ্যসচিব, স্বরাষ্ট সচিব ও ডিজি-র সঙ্গে। সেই অনুযায়ী, বিজেপির পক্ষ থেকে শনিবার তিন সদস্যের নাম জমা দেওয়া হয় নবান্নে। তালিকায় নাম ছিল মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রথযাত্রা বৈঠকে বিজেপির দুই প্রতিনিধির নামে সায় নেই রাজ্যের। মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের নামে ফৌজদারি মামলা রয়েছে। সুতরাং এমন প্রতিনিধিদের সঙ্গে কীভাবে আলোচনায় বসবে রাজ্য? সোমবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
Be the first to comment