নিউটাউনে আইনজীবী রজত দে খুনে ধৃত অনিন্দিতা পাল দে-র ৬ দিনের পুলিস হেফাজত নির্দেশ দিল বারাসত আদালত। আটদিনের হেফাজতে পর সোমবার আদালতে তোলা হয় তাঁকে। বিচারকের সামনে তিনি বলেন, রজতকে তিনি খুন করেননি। এমনকী পুলিসের বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যে বয়ান দিতে চাপ দেওয়াক অভিযোগও করেন অনিন্দিতা। আজ দুপুর দেড়টা নাগাদ বারাসত আদালতে অভিযুক্তকে আনা হয়। আদালতে তোলার সময়ও তাঁকে জিজ্ঞাসা করা হলে, অনিন্দিতা জানান, তিনি খুন করেনি। আইনজীবী রজত দে খুনের মামলায় তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিস।
ঘটনার তদন্তে ৮ জনের সিট গঠন করেছে বিধাননগর কমিশনারেট। কিন্তু আইনের ছাত্রী অনিন্দিতাকে জেরা করে ঘটনার মূলে পৌঁছতে পুলিসকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে সূত্রের খবর। এমনকী, অভিযুক্তের ফেসবুক ও হোযাটস অ্যাপের অনেক পোস্ট ও ছবি ডিলিট করে দেওয়া হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এখন সেগুলি উদ্ধার করলেন এই খুনের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment