ডিএ মামলার আবেদন ফিরিয়ে দিলো হাইকোর্ট

Spread the love
ডিএ মামলার আবেদন ফেরাল হাইকোর্ট ৷ আবেদনে ত্রুটি রয়েছে ৷ সেই অজুহাতেই ফিরিয়ে দেওয়া হল ডিএ মামলার আবেদন ৷ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় স্যাটের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করতে হাইকোর্টে রাজ্যের আবেদন ত্রুটিপূর্ণ নয় ৷ জানাল কলকাতা হাইকোর্ট ৷
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ডিএ মামলার আবেদন ত্রুটি রয়েছে ৷ পাশাপাশি ১৪ ডিসেম্বরের মধ্যে ত্রুটিমুক্ত করে রাজ্যকে ফের আবেদনের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷
স্যাটে ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল ডিএ সংক্রান্ত ফাইল হারিয়ে গিয়েছে । এরজন্য আরও কিছুটা সময় চেয়েছিল রাজ্য সরকার ৷ মূলত, এই সময়কে বর্ধিত করার জন্য রিভিউয়ের আবেদন জানিয়েছিলেন রাজ্যের আইনজীবীরা৷ সেই মামলারই শুনানিতেই এদিন কলকাতা হাইকোর্ট জানায় রাজ্যের আবেদন ত্রটিমুক্ত নয় ৷
১৬ মাস ধরে আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাইকোর্ট ৷ সরকারি কর্মীদের মহার্ঘভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোহর দেয় আদালত ৷ ২০১৭ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের অধীন ৷ সরকারের এই দাবিতে সিলমোহর দিয়েছিল স্যাটও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*