দীর্ঘ টালবাহানার পর অবশেষে পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার ইস্তফা দিলেন তিনি ৷ জানা গিয়েছে, এদিন পদত্যাগপত্র জমা দিয়েছেন উর্জিত ৷ উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজে হস্তক্ষেপ করছিল কেন্দ্র ৷ কেন্দ্রীয় সংস্থায় হস্তক্ষেপ নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল উর্জিত প্যাটেলের ৷ পাশাপাশি নোটবন্দি-সহ আরও একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে চলছিল বিরোধ ৷ সেই কারণেই কি ইস্তফা দিলেন উর্জিত ?
আরবিআইয়ের গভর্নর পদ থেকে উর্জিত প্যাটেলের ইস্তফার আগেই ধস নামল শেয়ার বাজারে ৷ ৭১৩ পয়েন্ট নীচে বন্ধ সেনসেক্স ৷ ২০৫ পয়েন্ট পড়ে যায় নিফটি ৷
Be the first to comment