রাজ্যবাসীর জন্য সুখবর। আগামী সপ্তাহ থেকেই রাজ্যে পা রাখছে শীত। জাঁকিয়ে ঠান্ডা পড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। শুক্রবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বাংলাদেশের দিকে ঘুরে গেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। তার ফলে, বৃষ্টিপাতের পরিমাণও কমবে বলে জানা গিয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি থাকবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। উপকূলের জেলাগুলিতেও চলবে বৃষ্টি। প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। ৭২ ঘন্টা কেটে গেলেও বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মেলেনি রাজ্যবাসীরা।
Be the first to comment