বিজেপির হারে মুখ থুবড়ে পড়লো শেয়ার বাজার

Spread the love

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল পদত্যাগ করেছেন সোমবার। পাঁচ রাজ্যে ভোট গণনার শুরুতেই দেখা গিয়েছে, হু হু করে এগচ্ছে কংগ্রেস। দু’টি কারণের ওপরে ভর করে মঙ্গলবার শেয়ার সূচক নামছে। শুক্রবার একজিট পোলের ফলে ইঙ্গিত মিলেছিল, থামতে পারে গেরুয়া ঝড়। তখন থেকেই নামতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি।

মঙ্গলবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৩৪,৫৮৪.১৩ পয়েন্টে।  নিফটি ছিল ১০,৩৫০. ০৫ শতাংশে। সকাল সাড়ে ন’টায় সেনসেক্স ৫০১. ৬৬ পয়েন্ট অর্থাৎ ১.৪৩ শতাংশ নামে। নিফটি নামে ১৩১. ৬০ পয়েন্ট অর্থাৎ ১.২৫ শতাংশ।

সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৪,৯৫৯.৭২ পয়েন্টে। আগের দিনের তুলনায় ৭১৩.৫৩ অর্থাৎ ২ শতাংশ কম। নিফটি ছিল ১০, ৪৮৮.৪৫ পয়েন্টে। আগের দিনের তুলনায় ২০৫.২৫ পয়েন্ট অর্থাৎ ১.৯২ শতাংশ কম।

এশিয়ার অন্যান্য দেশেও নেমেছে শেয়ার সুচক। নিক্কি পড়েছে ২.১২ শতাংশ, হ্যাং সেং পড়েছে ১.১৯ শতাংশ এবং সাংহাই কম্পোজিট পড়েছে ০.৮২ শতাংশ। কিছুদিন আগে চিন ও আমেরিকার মধ্যে চুক্তি হওয়ার পরে বাজারে স্বস্তি এসেছিল। সামান্য হলেও বেড়েছিল শেয়ারের দাম। কিন্তু সম্প্রতি জানা যায়, ফের শুরু হতে পারে বাণিজ্য যুদ্ধ। তাতে ক্ষতি হতে পারে চিনা অর্থনীতির। এর ফলে বাজারে ফের ধস নামতে শুরু করে।

শুক্রবার শেয়ার বাজার বন্ধের পরে একজিট পোলের ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায়, রাজস্থানে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে লড়াই হবে হাড্ডাহাড্ডি। অনেকেই ভাবছেন, মঙ্গলবার পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলে খানিক আভাস মিলবে আগামী লোকসভা ভোটে কী হতে চলেছে।

কংগ্রেসের জেতার সম্ভাবনা দেখা দিতে শেয়ার সূচক সোমবারই নেমেছিল। তার ওপরে উর্জিত পটেলের পদত্যাগে বাজারে আরও বেশি অনিশ্চয়তা দেখা যায়। পটেল যদিও বলেছেন, ব্যক্তিগত কারণেই তিনি পদ ছেড়েছেন। কিন্তু সংশ্লিষ্ট অনেকেরই ধারণা, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সরকারের বিরোধের জেরেই তিনি বিদায় নিলেন। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, এই সরকারের অধীনে কোনও আত্মসম্মানবোধসম্পন্ন লোক কাজ করতে পারে না। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন, পটেলের পদত্যাগের ঘটনায় প্রত্যেক ভারতীয়ের উদ্বেগের কারণ আছে। তারপরে মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ছে শেয়ার সূচক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*