ছত্তীসগড়ে শেষ “রমন-রাজ”

Rajnandgaon: Chief Minister Raman Singh with his Uttar Pradesh counterpart Yogi Adityanath while filing his nomination papers from Rajnandgaon seat, ahead of the Assembly polls in Rajnandgaon, Chhattisgarh, Tuesday, Oct 23, 2018. (PTI Photo) (PTI10_23_2018_000074B)
Spread the love

না ১৫ বছরের রমন-রাজ শেষ ছত্তীসগড়ে ৷ টানা আড়াই ঘণ্টা গণনার পর বিজেপির দখলে রয়েছে মাত্র ১৮টি আসন ৷ এমনকী, নিজের আসনেও পিছিয়ে রয়েছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংও।

অন্যদিকে, একের পর এক বিধানসভা কেন্দ্রে জয়ের পর কংগ্রেসের দখলে রয়েছে ৬৬টি আসন ৷ ক্রমশ পিচ্ছোচ্ছে বিজেপি ৷ তিনি রাজনন্দগাঁওয়ের প্রার্থী। বাজপেয়ীর আত্মীয়া করুণা শুক্লার কাছে তিনি পিছিয়ে ৷

শুধু বিজেপিই নয় ৷ কংগ্রেসের ধারেকাছেও নেই জেসিসি(জে) ৷ জেসিসি(জে)-র দখলে রয়েছে মাত্রা ৫টি আসন ৷ অজিত যোগীর জনতা কংগ্রেস লড়েছে ৫৫টি আসনে ৷

ছত্তীশগড়ে মোট আসন সংখ্যা ৯০। বিজেপি ও কংগ্রেসের সব আসনেই প্রার্থী রয়েছে।

মাওবাদী হামলা, চিত্র সাংবাদিকের মৃত্যু, প্রতিষ্ঠান বিরোধী ঝড় এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছত্তীসগড়ে বিজেপির টালমাটাল পরিস্থিতি ছিল ৷ ভোটের দু’দিন আগেও মাওবাদী হামলায় কেঁপে ওঠে বিজাপুর ৷ কিন্তু তা স্বত্ত্বেও ভোটের নির্বাচনী প্রচারে ক্রমাগত মাওবাদী দমনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন নরেন্দ্র মোদি ৷ যা নিয়েই বিরোধী দলের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী ৷ ২০০৩ সাল থেকে টানা ১৫ বছর ধরে ছত্তীসগড়ে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ কিন্তু তা স্বত্ত্বেও বেকারত্ব, মাওবাদী দমন-সহ একাধিক সমস্যার কেন সমাধান হয়নি ? সেই নিয়ে বিতর্ক চরমে ওঠে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*