তাজমহলের ভিতরে ঢুকতে গেলে এবার খরচ করতে হবে ২৫০ টাকা

Spread the love
ছিল ৫০। এক লাফে পাঁচ গুণ বেড়ে তা হল ২৫০। এবার থেকে সূর্যের আলোয় হোক বা চাঁদের আলোয়, তাজমহলের ভিতরে ঢুকতে গেলে খরচ করতে হবে এতটা টাকাই। সোমবার থেকে এই নিয়ম চালু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এত দিন পর্যন্ত ভারতীয় পর্যটকদের তাজমহল ঘোরার জন্য ৫০ টাকা করে টিকিট কাটতে হয়েছে এক এক জনের জন্য। বিদেশিদের জন্য টিকিটের দাম ছিল ১১০০ টাকা। এবার থেকে তাদের জন্যও এই অঙ্কটা বেড়ে হল ১৩০০। সার্ক দেশগুলি থেকে আসা পর্যটকেরা যেখানে ৫৪০ টাকা দিতেন, তাঁরা দেবেন ৭৪০। বিশ্বের অষ্টম আশ্চর্য দেখার খরচ বাড়ানোয় ভিড়ের চাপ খানিকটা হালকা হবে বলে মনে করছে আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দফতর।
দর্শকের সংখ্যা খুব বেশি বেড়ে যাওয়ায় এই শ্বেতশুভ্র সৌধের ক্ষতি হচ্ছে বলে মনে করছেন অনেকে। লাগামছাড়া ভিড়ের কারণে প্রভাব পড়ছে রক্ষণাবেক্ষণেও। পরিচ্ছন্নতাও ব্যাহত হচ্ছে এত মানুষের সমাগমে। টিকিটের দাম বাড়িয়ে, আয় এক রেখেও তাজ মহলকে একটু বেশি যত্ন করা যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
তবে পুরনো টিকিট কাঠামোও বহাল থাকছে। যে পর্যটকেরা ৫০ টাকার টিকিট কেটে ঢুকবেন, তাঁরা তাজমহলের আশপাশে ঘুরে দেখতে পারবেন। যমুনার ধারে বসে সৌধের সৌন্দর্য দেখতে পারবেন। কিন্তু প্রধান সমাধিতে তাঁদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নমুনা হিসাবে বিবেচিত তাজমহলকে ১৯৮৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। শুধু ভারত নয় বিশ্বের ঐতিহ্যেও সর্বতো ভাবে প্রশংসিত শ্রেষ্ঠতম শিল্পও এই মার্বেল পাথরের তাজমহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*