ধোপে টিকল না সরকারের আপত্তি। বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদারের সঙ্গেই বৈঠকে বসতে হবে রাজ্য সরকারের। মঙ্গলবার, শুনানিতে জানিয়ে দিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, শনিবারই তিন সদস্যের নামের তালিকা নবান্নে জমা দেওয়া হয়। তালিকায় নাম ছিল মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলোচনা না করতে চেয়ে রিভিউ পিটিশন করেছিল রাজ্য। কারণ হিসেবে রাজ্য জানিয়েছিল ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
এদিন, শুনানিতে আদালত জানায়, কারও নামে অভিযোগ থাকা মানে, তাঁর দোষ প্রমাণিত হয়ে যায় না। সুতরাং মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গেই বৈঠক করতে হবে। একই সঙ্গে রাজ্য সরকার তাদের আবেদনে জানায়, তারা শুক্রবারের মধ্যে বৈঠক করতে চায় এবং তার সিদ্ধান্ত আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে চায়। কিন্তু সেই আর্জিও নাকাচ করে দিয়ে আদালত। বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের মধ্যেই বিজেপি-র সঙ্গে বৈঠক করতে হবে সরকারকে। সিদ্ধান্ত জানাতে হবে শনিবারের মধ্যে। এই পরিস্থিতিতে ১২ তারিখ না হলেও, এই সপ্তাহের মধ্যেই রথযাত্রা নিয়ে বৈঠক করে রাজ্য সরকারকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment