ছত্তীসগড়ে বিজেপির হাত থেকে ওবিসিদের সমস্ত ভোট ছিনিয়ে নিলো কংগ্রেস

Spread the love
দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধী ঝড় ৷ সেই ঝড়ের আঁচ থেকে বাদ পড়ল না ছত্তীসগড়ও ৷ টানা ১৫ বছরের রমন-রাজ শেষ ছত্তীসগড়ে ৷ মুখ্যমন্ত্রীত্ব পদ তো গেলই ৷ পাশাপাশি রাজনন্দগাঁওয়ে নিজের আসনে করুণা শুক্লার কাছেও গোহারা হারলেন রমন সিং ৷ কিন্তু গেরুয়া শিবিরের অন্যতম শক্তিশালী ঘাঁটিতে কেন এই হাল বিজেপির ? সেই নিয়ে উঠে আসছে একাধিক তথ্য ৷ তার মধ্যে অন্যতম মূল ফ্যাক্টর ওবিসি-দের ভোট। ছত্তীসগড়ে বিজেপির হাত থেকে ওবিসি-দের সমস্ত ভোট ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ৷ এমনটাই দাবি ছত্তীসগড়ের ওবিসি কনসলিডেশনের অন্যতম মুখ তমরধাওয়াজ সাধুর ৷
তমরধাওয়াজ সাধুর দাবি, ওবিসি-দের ভোটের পুরো অংশটাই ছিল কংগ্রেসের দিকে ৷ যার জেরেই এই ফলাফল ৷ তবে, এই লড়াইটা সহজ ছিল না ৷ দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বিজেপির কাছ থেকে জয় ছিনিয়ে নিল কংগ্রেস ৷
৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে প্রথম দফায় ভোট হয়েছে ৷ এর মধ্যে ১২টি আসনই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছিল ৷ বাকি ৭২টি আসনে ভোট হয় ২০ নভেম্বর ৷ দ্বিতীয় দফার ভোটের আগে একটি আসনের মনোনয়নে একেবারে শেষমুহূর্তে সামান্য রদবদল করে কংগ্রেস ৷ ওবিসি ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানার জন্যই ছিল এই পদক্ষেপ ৷ যার ফল মিলল একেবারে হাতেনাতে ৷
 ২০১৯ ফাইনালের আগে উত্থান কংগ্রেসের। আশঙ্কার দোলাচলে বিজেপি। অচ্ছেদিনের স্লোগান থেকে নোটবন্দি, জিএসটি ব্যুমেরাং। মুখ ফিরিয়েছে কৃষকরাও। বলছেন বিশ্লেষকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*