তবে কী ফিকে হয়ে যাচ্ছে মোদী ম্যাজিক?

Spread the love
মোদি ম‍্যাজিক কি ফিকে? লোকসভা ভোটের আগে সিংহাসনের সেমিফাইনাল। পাঁচ রাজ‍্যের বিধানসভা ভোট ছিল নরেন্দ্র মোদির লিটমাস টেস্ট। সেই পরীক্ষায় জোর ধাক্কা খেল বিজেপি।
পাঁচ রাজ‍্যেই মোদি বিরোধী হাওয়া স্পষ্ট ৷ মিজোরাম, তেলঙ্গনায় বিজেপির সেভাবে শক্তি নেই। এই দুই রাজ‍্যের কোথাওই গেরুয়া শিবির এবারও দাগ কাটতে পারেনি। কিন্তু নিজেদের হাতে থাকা বাকি তিন রাজ‍্যেও হিমশিম খেল বিজেপি। রাজস্থান বিজেপির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস ৷ এমনকি, ১৫ বছর ধরে বিজেপির হাতে থাকা ছত্তীসগড়ও এবার কংগ্রেসের হাতে।
এই জয়ে উৎফুল্ল হয়ে কংগ্রেস বলছে, মোদি ম‍্যাজিক ফিকে। টুইট করে খোঁচা দিতে দেরি করেননি অভিষেক মনু সিঙ্ঘভি।
কৃষক বিক্ষোভ, নোটবাতিল, জিএসটির কাঁটা তো ছিলই, এর পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেনজির বিদ্রোহ, সিবিআইয়ের অন্দরে দ্বন্দ্ব থেকে শুরু করে বিজয় মালিয়া- নীরব মোদিদের ব‍্যাঙ্ক তছরূপ – এ সবই মোদি সরকারের ভাবমূর্তিতে আঘাত করেছে।
পর্যবেক্ষক একাংশের মতে, এরও খেসারত দিতে হল বিজেপিকে। যা লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদির কাছে বড় চাপ।
২০১৪ সালের লোকসভা ভোটে মোদি হাওয়ায় ভর করেই এই তিন রাজ‍্যের ৬৫টি লোকসভা আসনের মধ‍্যে বিজেপি পেয়েছিল ৬১টি আসন। ওই লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ীও, এই তিন রাজ‍্যের ৫২০টি বিধানসভা আসনের মধ‍্যে বিজেপি এগিয়েছিল ৩৭৭টিতে। কংগ্রেস মাত্র ১১৮টিতে। চার বছরের মধেই ঘুরে গেল চাকা।
কংগ্রেসের দাবি, দেশজুড়ে যে মোদি বিরোধী হাওয়া চলছে, তারই প্রতিফলন ঘটেছে এই সেমিফাইনালে। পাঁচ রাজ‍্যের ফলেই স্পষ্ট, মোদি ম‍্যাজিকও ফিকে। তাই কি এবার মোদি এতটাই মরিয়া ছিলেন, যে ব‍্যক্তি আক্রমণেও পিছপা হননি? এই পাঁচ রাজ‍্যে মোট ৮৩টি লোকসভা আসন। এর মধ‍্যে ২০১৪’র ভোটে বিজেপি জিতেছিল ৬২টি আসন।
কিন্তু, ১৯ পাশা উল্টে যাওয়ার সম্ভাবনা। বুঝিয়ে দিল পাঁচ রাজ‍্যের বিধানসভা ভোটের ফল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*