মঙ্গলবার সকালে পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোতে শুরু করার কিছুক্ষণের মধ্যে দেখা যায়, এগিয়ে আছে কংগ্রেস। দলের সমর্থকরা সভাপতি রাহুল গান্ধীর বাড়ির সামনে শুরু করেন হোম-যজ্ঞ। কিন্তু রাহুল নিজে ছিলেন সংযত, সতর্ক। বেলা ১২ টা নাগাদ যখন স্পষ্ট হয়ে গিয়েছে ভোটের ফল কংগ্রেসের পক্ষে, তখনও সমর্থকদের উৎসব করতে বারণ করেন দলের সভাপতি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাঁড়ান, আগে চূড়ান্ত ফল বেরোক।
রাহুলকে ফের প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন, পাঁচ রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছেন? তিনি সরাসরি জবাব না দিয়ে আগের কথাটিই পুনরাবৃত্তি করেন, আমরা ভোটের চূড়ান্ত ফল বেরোনর জন্য অপেক্ষা করছি। ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দেখিয়ে দেন রাহুলকে। বলেন, ওর কঠোর পরিশ্রমের জন্যই এই জয় সম্ভব হল।
সোনিয়া এবং রাহুল দু’জনেই এদিন সকালে কয়েকজন সাংসদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশওয়াহা। তিনি আগে ছিলেন বিজেপির জোটসঙ্গী। কিন্তু এনডিএ ছেড়ে কংগ্রেস জোটে যোগ দিয়েছেন সদ্য।
এবারের ভোটে কংগ্রেসের হাতছাড়া হচ্ছে মিজোরাম। তেলঙ্গানায় ক্ষমতা ধরে রাখছে টিআরএস। রাজস্থান ও ছত্তিসগড়ে এগিয়ে আছে কংগ্রেস। মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
পর্যবেক্ষকদের মতে, এই ভোটে রাহুল প্রমাণ করলেন, দলকে নির্বাচনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর আছে। বিজেপি বরাবরই বলে এসেছে, স্রেফ নেহরু-গান্ধী পরিবারে জন্ম বলেই কংগ্রেসের নেতা হতে পেরেছেন রাহুল। আসলে তাঁর নিজের কোনও যোগ্যতা নেই। তাঁর মানসিকতা অপরিণত। মোদী তাঁকে বলতেন ‘নামদার’।
শুক্রবার একজিট পোলের ফল প্রকাশিত হওয়ার পরে আন্দাজ করা যায়, কংগ্রেসের ফল ভালো হতে চলেছে। সোমবার দিল্লিতে বিরোধীরা বৈঠকে বসেন। বৈঠকের শেষে রাহুলই বিরোধী জোটের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি উর্জিত পটেলের পদত্যাগ, নোটবন্দি, জিএসটি নিয়ে মতামত জানান। বোঝা যায়, বিরোধীদের মধ্যে তাঁর একপ্রকার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত যা ট্রেন্ড, তাতে মনে হয়, কয়েকটি রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। সেক্ষেত্রে কংগ্রেস ও বিজেপি উভয়েই জোট সরকার গঠনের চেষ্টা করবে। রাহুলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় জোটের জন্য অন্যান্য দলের সঙ্গে কথাবার্তা চালাতে কংগ্রেসের সুবিধা হবে।
Be the first to comment