মোদিকে সম্বল করে জেতার দিন শেষ বিজেপির, ফলাফলে পরিষ্কার সেই তথ্য

Spread the love

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বোধহয় বুঝিয়ে দিচ্ছে, কেবল মোদিকে সম্বল করে জেতার দিন শেষ। ২০১৪ সালের সে হাওয়া আর নেই। কোনও সন্দেহ নেই মোদির জনপ্রিয়তায় নির্ভর করে ভোটবাজার সরগরম করেছিল বিজেপি। তাঁকে দিয়ে শেষবেলার প্রচার করে ঝড় তোলার চেষ্টাও হয়েছিল বিলক্ষণ। কিন্তু তাতে যে চিঁড়ে আর ভিজবে না, স্পষ্ট সেটাও।

এছাড়া, আবার রামমন্দির জিগির তুলে কতটা ফায়দা হবে, তাও ভেবে দেখতে হবে তাদের। ভাবতে হবে, যোগী আদিত্যনাথকে দিয়ে এখানে ওখানে কড়াপাকের হিন্দুত্ব আদৌ আর কাজ দেবে কিনা। পাশাপাশি তাক লাগানোর মতো উত্থান রাহুল গান্ধির। এখন আর কেউ তাঁকে পাপ্পু বলবে না। তাঁর পরিবারকে চাঁদমারি করে, নেহরু, ইন্দিরার বাপবাপান্ত করে যে এতদিন পর ভোট আসবে না, সেটাও বোধকরি নাগপুরের তাত্ত্বিকরা এবার ভালোই বুঝবেন। আসলে লোকসভার ভোট যত এগিয়ে আসবে, ততই মানুষ জোর দেবেন প্রতিশ্রুতি আর প্রাপ্তির ওপরই। ততই অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্যাটেলের বিশাল মূর্তি থেকে রামমন্দিরের পুরানো কাসুন্দি।

নোটবন্দি, কালো টাকা উদ্ধার কিংবা কৃষক আত্মহত্যার মতো ইস্যু এবার পিছুধাওয়া করবে তাদের। একের পর এক জয়ের পর যখন বিজেপি গোটা মানচিত্রটাই গেরুয়া করার লক্ষ্যে এগোচ্ছিল, তখন হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ রাজ্যে এই পরাজয় যেমন তাদের ধাক্কা দেবে, তেমনই উজ্জ্বীবিত করবে হতোদ্যম কংগ্রেসকেও। রাহুলের মধ্যে তাঁরা খুঁজে পেয়েছেন নতুন নেতাকে, যার অভাব এতদিন ছিল প্রকট। রাহুল বলতে পারেন, দৌড়ঝাঁপ করতে পারেন এবং তার থেকেও বেশি গুরুত্বের, জয় এনে দিতে পারেন। টানা প্রচারের পাশাপাশি রাহুল সমানে সমানে বিজেপির আক্রমণের জবাব দিয়েছেন পোড়খাওয়া নেতার মতোই। পাঁচ রাজ্যের এই ফল দেখিয়ে দিল, আর যাই হোক, রাহুল আর পাপ্পু নন।

রাজস্থান, ছত্তিশগড় হাতছাড়া হচ্ছে বিজেপির। হিন্দিবলয়ের ওই দুটি রাজ্যে সরকার গড়তে চলেছে কংগ্রেস। রাজস্থানে বিকেল তিনটেয় কংগ্রেস এগিয়ে ১০২ আসনে, বিজেপি ৭২টি আসনে। সমানে সমানে টক্কর দিয়ে মধ্যপ্রদেশে বিজেপি ১১০, কংগ্রেস ১০৯টি কেন্দ্রে জয়ী বা এগিয়ে। তবে সবাইকে অবাক করে ছত্তিসগড়ে নজরকাড়া ফল হতে চলেছে তাদের। সেখানে বিজেপির দ্বিগুণ আসনে এগিয়ে কংগ্রেস। কংগ্রেস সেখানে ৬৬, বিজেপি ২১৫ টিতে এগিয়ে। অর্থাৎ দেশের মধ্যভাগে হিন্দিবলয়ে পুনরুত্থানের ইঙ্গিত বিরোধী দল কংগ্রেসের। রাজস্থান ও ছত্তিশগড়ে সরকার গঠন করার জায়গায় গিয়েছে কংগ্রেস। তেলেঙ্গানার প্রথম বিধানসভা নির্বাচনে ফের সরকার গড়তে চলেছেন টিআরএস প্রধান টি চন্দ্রশেখর রাও। উত্তরপূর্বে কংগ্রেসের একমাত্র রাজ্য মিজোরাম এবার হাতছাড়া হতে চলেছে হাতের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*