উর্জিত প্যাটেলের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের নতুন গভর্নর হচ্ছেন তিনি। বলা হয়ে থাকে, মোদির নোট বাতিলের সিদ্ধান্তের নেপথ্যে শক্তিকান্ত দাসের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি।
সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন মোদির ক্যাবিনেট মন্ত্রিসভা। এর আগে তিনি ছিলেন প্রাক্তন অর্থ বিষয়ক সচিব ৷ ১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের এই আইপিএস কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পাশাপাশি সার মন্ত্রকের সচিবের দায়িত্বও সামলেছেন। ২০১৭ সালে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি অর্থ কমিশনের সদস্য ৷ শক্তিকান্ত আরবিআইয়ের ২৫তম গভর্নর হলেন৷
Be the first to comment