বিজেপির ভরাডুবির পর বাতিল মোদীর শিলিগুড়ি সভা

Spread the love

উত্তরবঙ্গের তিনটি আসনের কথা মাথায় রেখে শিলিগুড়িতে সভা করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ ডিসেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করার কথা থাকলেও শেষপর্যন্ত তা বাতিল হল। আজ, মঙ্গলবার পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনে বিজেপি-র ভরাডুবির পরপরই শিলিগুড়িতে মোদির সভাও বাতিল ঘোষণা হল ৷

উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রা সফল করতেই প্রধানমন্ত্রী সভা করবেন বলে দাবি ছিল রাজ্য বিজেপির। দার্জিলিংয়ের জন্য ‘প্যাকেজ’ ঘোষণা ৷ এমনকী, চা বাগানের শ্রমিকদের জন্যও কোনও ঘোষণা করতে পারেন মোদি ৷ এমনটাই ভাবা হয়েছিল ৷  শেষপর্যন্ত সভা বাতিলই ঘোষণা করা হল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*