রাজ্যপালের কাছে চিঠি দিয়ে সরকার গঠনের আবেদন জানালেন কমল নাথ

Spread the love

নরেন্দ্র মোদী জমানায় অতীতের অভিজ্ঞতা ভাল নয়। গোয়ায় কংগ্রেসের তুলনায় কম আসন পেলেও বিজেপি-কেই ডেকে নিয়েছিলেন রাজ্যপাল। কর্নাটকের রাজভবন ঘিরেও কম নাটক হয়নি। তাই মঙ্গলবার মধ্যপ্রদেশের ফলাফল মোটামুটি স্পষ্ট হতেই রাজ্যপাল আনন্দিবেন পটেলের কাছে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ।

চিঠিতে কমলনাথ লিখেছেন, মধ্যপ্রদেশে কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয়েছে। নির্দলদের সবার সমর্থনও কংগ্রেসের সঙ্গে রয়েছে। তাই সরকার গড়ার আগ্রহ প্রকাশ করছে কংগ্রেস। চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার পর রাতেই কংগ্রেস নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান।

রাজ্যপালের কাছে কমলনাথ এই চিঠি পাঠান রাত সাড়ে দশটা নাগাদ। তখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। তখনও পর্যন্ত কংগ্রেস এগিয়েছে রয়েছে ১১৩টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ১০৯টি আসনে। যদিও কমলনাথের চিঠির জবাব এখনও দেননি রাজ্যপাল। কারণ, গণনার কাজ শেষ না হলে তা ঠিকও নয়।

রাজনৈতিক মহলের মতে, আসলে কৌশলী পদক্ষেপ করে রাখলেন পোড় খাওয়া কমলনাথ। সরকার গঠনের জন্য আগেই দাবি জানিয়ে রাখলেন। এর পর কংগ্রেসের তুলনায় কম আসন পেয়েও বিজেপি রাজ্যপালের সঙ্গে আগে সাক্ষাতের অনুমতি পেলে তখন আদালতের দ্বারস্থ হওয়ার পথ খোলা থাকবে। এ দিন অবশ্য রাজ্যপালকে চিঠি ফ্যাক্স করেনি কংগ্রেস তা হাতে হাতেই পৌঁছে দেওয়া হয় রাজভবনে। পরে মজা করে কংগ্রেসের এক নেতা বলেন, কোনও ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। নইলে কখন বলবে ফ্যাক্স মেশিন খারাপ!

প্রসঙ্গত, কাশ্মীরে কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স মিলে জোট সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার সময় রাজভবনে চিঠি পাঠিয়েছিল। কিন্তু রাজ্যপাল পরে জানান, তিনি কোনও চিঠিই পাননি। ফ্যাক্স মেশিন খারাপ ছিল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*